অভিনেত্রী নুসরাত ফারিয়া। ফেসবুক থেকে সংগৃহীত
হঠাৎই ১৮ বছরের সংসারের ইতি টানলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি। ট্রুডোর বিচ্ছেদের খবর সামনে আসতেই বিশ্বজুড়ে অনেককেই বিয়ে ও সম্পর্ক নিয়ে কথা বলতে দেখা গেছে।
এদিকে এই বিচ্ছেদের খবর সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রশ্ন ভাইরাল হয়েছে। প্রশ্নটি হলো- মেয়েরা কিসে আটকায়?
মূলত ওই পোস্টে লেখা ছিল, ‘জাস্টিন ট্রুডোর ক্ষমতায়, বিল গেটসের টাকায়, ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়, হুমায়ন ফরিদীর ভালোবাসায়, তাহসানের কন্ঠে কিংবা হৃতিক রোশানের স্মার্টনেসে। কোনও কিছুই নারীকে আটকাতে পারেনি। বলতে পারবেন নারী আসলে কিসে আটকায়?’
নারীরা কিসে আটকায় এ প্রশ্নের উত্তর দিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সোমবার (৭ আগস্ট) রাত ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন এ অভিনেত্রী। পোস্টে তিনি লেখেন, ‘একটি মেয়ে একটি সম্পর্ক থেকে শুধুমাত্র ভালোবাসা, যত্ন এবং স্নেহ চায়। আর কিছু না..।’
অভিনেত্রীর এ পোস্টে পক্ষে-বিপক্ষে নানা ধরনের মন্তব্য করেছেন নেটিজেনরা।
সবশেষ ওটিটিতে মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়ার ‘পাতালঘর’ সিনেমা। নূর ইমরান মিঠু নির্মিত এই ছবিতে তার সঙ্গে আছেন আফসানা মিমি, নাসির উদ্দিন খান প্রমুখ।