অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনেছেন, প্রতিকূল ও অনুকূল পরিস্থিতিতে যিনি আমাকে লালন-পালন করেন; প্রতিনিয়ত যাঁর হাজারো নিয়ামত আমি ভোগ করি থাকি তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। তাঁর বিধি-বিধান মানা ও তাঁর হুকুম মতো জীবন পরিচালনা করার মাঝেই সব কল্যাণ। মুমিন হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা তার আনুগত্য ও অনুসরণের পথকে সুগম করে দেয়। তাই প্রতিটি মুসলমানের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। কিয়ামতের দিন প্রথম হিসাব নেয়া হবে এ নামাজের।
আজ সোমবার (৭ আগস্ট ২০২৩, ২৩ শ্রাবণ- ১৪৩০ বাংলা, ১৯ মহররম ১৪৪৫ হিজরি)। ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য ঢাকা ও তার পাশের এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
নামাজের সময়সূচি—
জোহর- ১২টা ০৮ মিনিট।
আসর- ৪টা ৪১ মিনিট।
মাগরিব- ৬টা ৪২ মিনিট।
এশা- ৮টা ০১ মিনিট।
ফজর (৮ আগস্ট) ৪টা ১০ মিনিট।
এদিকে বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে—
সময় বিয়োগ করতে হবে-
চট্টগ্রাম: -০৫ মিনিট।
সিলেট: -০৬ মিনিট।
সময় যোগ করতে হবে-
খুলনা: ০৩ মিনিট।
রাজশাহী: ০৭ মিনিট।
রংপুর: ০৮ মিনিট।
বরিশাল: ০১ মিনিট।