কাতারের সঙ্গে আঞ্চলিক মুদ্রায় ব্যবসায়িক লেনদেনের প্রস্তাব রাশিয়ার। ছবি: আরটি
কাতারের সঙ্গে এবার আঞ্চলিক মুদ্রায রুবলে ব্যবসার প্রস্তাব দিয়েছে রাশিয়া। কাতারে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি দোগাকিন মস্কোর পক্ষ থেকে দোহাকে এই প্রস্তাব দেন।
রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি দোগাকিন কাতারকে ব্যবসায়িক লেনদেনে আঞ্চলিক মুদ্রা ব্যবহারের প্রস্তাব দিয়েছেন।
এরমধ্যে উভয় পক্ষ এই বিষয়টি নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।
সোমবার (৭ আগস্ট) বার্তা সংস্থা স্পুটনিককে দোগাকিন জানান, ‘বিনিয়োগের ক্ষেত্রে আমাদের সহযোগিতা বাড়ছে। আমরা প্রত্যক্ষ বিনিয়োগ তহবিলের মাধ্যমে রাশিয়ার সঙ্গে আমাদের অংশীদারিত্বের বিকাশ করছি। ১৬০ বিলিয়ন রুবল বা ৭ দশমিক ২ বিলিয়ন কাতারি রিয়াল (১ দশমিক ৯ বিলিয়ন ডলার) সমমূল্যের বেশ কয়েকটি যৌথ প্রকল্প নিয়ে কাজ করা হচ্ছে।’
রাশিয়া ও কাতারের মধ্যকার বাণিজ্য বাড়ছে উল্লেখ করে রুশ রাষ্ট্রদূত বলেন, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে উভয় দেশের মধ্যে বাণিজ্য ১৯ দশমিক ২৩ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
তিনি বলেন, ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডোরের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা ও লজিস্টিকস ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একটি যৌথ প্রকল্প বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করছে মস্কো ও দোহা।
এর আগে রুশ পররাষ্টমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, বৈশ্বিক ভূ-রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে রাশিয়ার বাণিজ্য বাড়ছে। কারণ বিভিন্ন দেশ মার্কিন ডলারকে বাইপাস করতে বিকল্প অর্থ লেনদেন পদ্ধতি ব্যবহারে কাজ করাসহ অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের পদক্ষেপ নিচ্ছে।