রংপুরের বদরগঞ্জে দুই নারীসহ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ আগষ্ট) সন্ধ্যায় বদরগঞ্জ থানায় এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-বি) আবু আশরাফ সিদ্দিকী।
গ্রেফতার হওয়া চক্রের সদস্যরা হলেন- পৌরসভার বালুয়াভাটার আমিনুল ইসলাম ওরফে ধলা বুলুর ছেলে মঞ্জু পাইকাড় (৩৮), চাঁদকুঠিরডাঙ্গার মাসুদ রানার স্ত্রী নূরুন্নাহার শিল্পি (৩৮), মুন্সীপাড়ার শামসুল হকের মেয়ে লিপি ইসলাম (৪০), খিয়ারপাড়ার ছলেমান সরকারের ছেলে দুলাল সরকার (৩৩) ও গরুহাটি এলাকার তারাজুল মিয়ার ছেলে বেলাল হোসেন (৪০)।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, চক্রটি দীর্ঘদিন ধরে নানাজনকে টার্গেট করে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নিত। এরই ধারাবাহিকতায় রংপুর শহরের একটি বীমা কোম্পানীর ব্যবস্থাপককে তারা টার্গেট করে। ২২ জুলাই প্রতারক চক্রটি বীমা করার কথা বলে ওই ব্যবস্থাপককে প্রথমে চাঁদকুঠিরডাঙ্গার শিল্পির বাড়িতে ডেকে নেয়। এরপর সেখান থেকে ওই ব্যবস্থাপককে লিপির বাড়িতে নেয়া হয়। শিল্পি ও লিপির সঙ্গে আলাপকালে সেখানে হাজির হন সাংবাদিক পরিচয় দানকারী মঞ্জু ও বেলাল। তারা ওই বীমা ব্যবস্থাপককে নগ্ন করে ছবি তোলার পাশাপাশি ভিডিও ধারণ করেন।
পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে টাকা-পয়সাসহ মটরবাইক হাতিয়ে নেয়।
সোমবার (৭ আগস্ট) ওই বীমা ব্যবস্থাপক বাদী হয়ে মামলা করলে মঙ্গলবার তাদের গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে বলে জানানো হয় প্রেস বিফ্রিংয়ে।