পটুয়াখালী সদর হাসপাতালে মশারির ভেতরে চলছে রোগীর চিকিৎসা। ছবি
পটুয়াখালীতে দিন দিন বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ জন। এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন ২৩৪ রোগী।
বুধবার (৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগীসহ মোট ২৩৪ জন পটুয়াখালী সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের মেঝেসহ বারান্দায় চিকিৎসা নিচ্ছেন।
পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি রোগীদের অভিযোগ, বারান্দায় ফ্যান না থাকায় প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে। এছাড়া বারান্দার দুপাশ থেকে ড্রেনের দুর্গন্ধসহ মশা মাছির উপদ্রপও রয়েছে।
পটুয়াখালী জেলা সিভিল সার্জন এস এম কবির হাসান জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬১ নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট ২৩৪ জন পটুয়াখালী সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত জেলায় মোট ১৩৬৭ জন ডেঙ্গু জ্বরে চিকিৎসা নিয়ে ভালো হয়ে বাড়ি ফিরে গেছেন। জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৫৮৮ জন।
পটুয়াখালী মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, ডেঙ্গু রোগী গতবারের চেয়ে এ বছর জেলায় অনেক বেশি হওয়ার আমাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। আমরা দিন-রাত রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। আমাদের পটুয়াখালী জেলায় এখন পর্যন্ত কোনো মৃত্যু নেই।