ট্রেন্ট বোল্ট এবং কাইল জেমিসন। ছবি: সংগৃহীত
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দীর্ঘদিন পর নিউজিল্যান্ডের ওয়ানডে দলে জায়গা হয়েছে দুই পেসার ট্রেন্ট বোল্ট এবং কাইল জেমিসনের। নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে রয়েছে বেশকিছু চমক। ওয়ানডে বিশ্বকাপের আগে ইংল্যান্ড ছাড়াও বাংলাদেশের বিপক্ষেও একটি সিরিজ খেলবে নিউজিল্যান্ড।
গত বছরের সেপ্টেম্বরের পর আবারও নিউজিল্যান্ডের দলে ডাক পেলেন ট্রেন্ট বোল্ট। কিউইদের হয়ে এই বাঁ-হাতি পেসার ৯৯ ওয়ানডে ম্যাচ খেলে নিয়েছেন ১৮৭ উইকেট। গত দুই ওয়ানডে বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দিয়েছেন কিউই এই পেসার।
এ দিকে দীর্ঘদিন পিঠের ইনজুরিতে ভুগছিলেন কাইল জেমিসন। ইনজুরি থেকে ফিরে ওয়ানডে দলে জায়গা হয়েছে তার। আর অস্ত্রোপচারের পুনর্বাসন প্রক্রিয়ায় থাকার কারণে এই সিরিজ থেকে বিরতি দেয়া হয়েছে অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে। এছাড়াও থাকছেন না মার্ক চ্যাপম্যান এবং জিমি নিশাম।
ওয়ানডে সিরিজের পর ইংল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সেজন্যও স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। যেখানে দুই সিরিজেই দলকে নেতৃত্ব দেবেন টিম সাউদি। আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে প্রথমবার সুযোগ পেয়েছেন আদি আশোক।
নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড
টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সাউদি, উইল ইয়াং
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড (আরব আমিরাতের বিপক্ষে)
টিম সাউদি (অধিনায়ক), আদি অশোক, চ্যাড বোয়েস, মার্ক চ্যাপম্যান, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, বেন লিস্টার, কাইল জেমিসন, কোল ম্যাককনচি, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সেফার্ট, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড (ইংল্যান্ডের বিপক্ষে)
টিম সাউদি (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সেফার্ট, ইশ সোধি