বুধবার (৯ আগস্ট) ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে দেশের ২২ হাজার ১০১টি পরিবারকে জমিসহ ঘর আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেয়ার অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বিটিভি (ভিডিও থেকে নেয়া)
পাবনার অসহায় এক অন্ধ নারীর সমস্যার কথা ভার্চুয়ালি শুনে তাৎক্ষণিকভাবে ঢাকায় উন্নত চিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৯ আগস্ট) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে দেশের ২২ হাজার ১০১টি পরিবারকে জমিসহ ঘর আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেয়ার অনুষ্ঠানে এ নির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানে উপকারভোগীদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় লিলি বেগম নামে এক দৃষ্টিপ্রতিবন্ধীর কথা শুনে তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে তার চিকিৎসা সেবা নিশ্চিত করতে বলেন।
প্রসঙ্গত, গত ১৫ জুলাই জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখ পরীক্ষা করাতে গিয়ে ১১ বছরের শিশু রাব্বির দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় শেখ হাসিনার নজর পড়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা ছোট্ট রাব্বির দিকে। এগিয়ে যান প্রধানমন্ত্রী। পরম মমতায় আদর করেন শিশুটিকে।
এরপর রাব্বির পড়াশোনাসহ যেকোনো প্রয়োজন মেটানোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।