নিহত
নেত্রকোনার দুর্গাপুরের পাহাড়ি সীমান্ত এলাকা থেকে হাকিম মিয়া (২২) নামে ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করেছে।
বুধবার (৯ আগস্ট) সকালে দুর্গাপুরের সীমান্ত এলাকা ডাহাপাড়া পাহাড়ের নীচ থেকে মরদেহটি উদ্ধার করে পুর্বধলা থানার পুলিশ।
মরদেহ উদ্ধার হওয়া হাকিম মিয়া নেত্রকোনা জেলার নাটেরকোনা গ্রামের আলাল মিয়ার ছেলে। তিনি গত ১ আগস্ট রাত থেকে নিখোঁজ ছিলেন।
পুলিশ জানায়, প্রতিদিন জারিয়া এলাকা থেকে বিভিন্ন স্থানে ভাড়ায় মোটরসাইকেল চালাতেন হাকিম। ১ আগস্ট রাতে বেরিয়ে আর বাড়ি না ফেরায় তার পরিবার পুর্বধলা থানায় একটি জিডি করে। সেই জিডির সূত্র ধরে নেত্রকোনা ও তার বাইরে ডিবির সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে দুর্গাপুরের বিরিশিরি এলাকার বিনয় নামের একজনের খোঁজ পাওয়া যায়। মঙ্গলবার (৭ আগস্ট) রাতে বিনয়কে আটক করলে তার দেয়া তথ্যমতে বুধবার সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, টাকা এবং মোটরসাইকেলের জন্য তিন যুবক এ হত্যাকাণ্ড চালিয়েছে। তারা গত ১ আগস্ট হাকিমের মোটরসাইকেল ভাড়ায় নিয়ে যায় ডাহাপাড়া। সেখানে তারা ওইদিনই মদ খেয়ে হত্যা করে মরদেহ ফেলে রাখে।
ওসি আরও জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। সেইসঙ্গে মোটরসাইকেল উদ্ধার করা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে।