নির্মাণ হওয়া ১০ তলা একটি আবাসিক হল। ফাইল ছবি/সংগৃহীতনতুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নতুন নির্মিত ১০তলা বিশিষ্ট ছয়টি আবাসিক হলের নামকরণ করা হয়েছে। একইসঙ্গে একটি স্পোর্টস কমপ্লেক্সের নামকরণও করা হয়।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ নামকরণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসান জানান, ছাত্রীদের ৩টি হলের মধ্যে ১৭ নং হলের নাম বেগম রোকেয়া হল, ১৮ নং হলের নাম ফজিলাতুন নেছা হল ও ১৯ নম্বর হলের নাম বীর প্রতীক তারামন বিবি হল হিসেবে নামকরণ করা হয়েছে। আর ছাত্রদের ৩টি হলের মধ্যে ২০ নং হলের নাম শহীদ তাজউদ্দীন আহমদ হল, ২১ নং হলের নাম শেখ রাসেল হল ২২ ও নং হলের নাম কাজী নজরুল ইসলাম হল হিসেবে নামকরণ করা হয়েছে।
একইসঙ্গে স্পোর্টস কমপ্লেক্সের নাম রাখা হয়েছে ‘শেখ কামাল স্পোর্টস কমপ্লেক্স’।
জাবির নবনির্মিত ছয়টি হলের মধ্যে দুটি হল শিক্ষার্থীদের জন্য চালু হয়েছে। বাকিগুলোর কাজ শেষ হলেও জনবল সংকটের কারণে এখনও চালু করতে পারেনি প্রশাসন।