বিরেন্দর শেবাগ। ছবি: সংগৃহীত
আর দুই মাসও বাকি নেই ওয়ানডে বিশ্বকাপের। অক্টোবরে শুরু হতে যাওয়া এবারের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে বিশ্লেষক এবং সাবেক ক্রিকেটাররা দেয়া শুরু করেছেন তাদের মতামত। আসন্ন বিশ্বকাপের জন্য ভারতের সাবেক তারকা ব্যাটার বিরেন্দর শেবাগ বেছে নিয়েছেন সম্ভাব্য চার সেমিফাইনালিস্ট।
গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে আগামী ৫ অক্টোবর শুরু হবে এবারের আসর, যা শেষ হবে ১৯ নভেম্বর। ভারতে এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় স্বাগতিকরা নিশ্চিতভাবেই থাকছে ফেবারিটের তালিকায়। তবে শেবাগ ভারতকে তার সেমিফাইনালিস্ট তালিকায় রাখলেও অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে দিচ্ছেন বেশ গুরুত্ব। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সাথে তার চোখে চতুর্থ দল পাকিস্তান।
সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার খেলার ধরনই শেবাগকে বাধ্য করেছে ফেবারিটের তালিকায় রাখতে। উপ-মহাদেশের কন্ডিশনে খেলা হলেও তাদের নিয়ে বাজি ধরার ব্যাখ্যাও দিয়েছেন সাবেক ভারতীয় ব্যাটার।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাকে যদি বেছে নিতে হয় তাহলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তান। এই চারটা দল হতে পারে আমার চোখে সেমিফাইনালিস্ট। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড অবশ্যই এই তালিকায় থাকবে।’
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে বেশি গুরুত্ব দেয়ার কারণটাও জানিয়েছেন সাবেক এ ভারতীয় ক্রিকেটার। শেবাগ বলেন, ‘কারণ তারা (অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড) যে ধরনের ক্রিকেট খেলছে – তারা প্রথাগত শটের চেয়ে অপ্রথাগত শট খেলছে বেশি। দুটো দলই খুব ভালো করছে। উপ-মহাদেশের বাইরের দল হিসেবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এ দুইটা দলই উপ-মহাদেশে ভালো খেলতে পারে।’
ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। তাদের ঘরে গিয়েছে রেকর্ড ৫ শিরোপা। সর্বশেষ শিরোপা ২০১৫ সালে। ১৯৮৭ সালে প্রথমবার শিরোপা জিতেছে অজিরা। এরপর ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ সালে টানা ৩ শিরোপা জিতে করেছে হ্যাটট্রিক।
বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের ঘরে অবশ্য এতো বছরে শিরোপা একটিই। ২০১৯ সালে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয় ইংলিশরা। শেবাগের চোখে অন্য দুই সেমিফাইনালিস্ট ভারত দুইবার ও পাকিস্তান একবার জিতেছে ওয়ানডে বিশ্বকাপ। ভারত ১৯৮৩ সালে প্রথম ও ২০১১ সালে দ্বিতীয় শিরোপা জেতে। পাকিস্তান একমাত্র শিরোপা জিতেছে ১৯৯২ সালে।