ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৩ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম।
এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শৌন লৌহঘর এলাকা থেকে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন মধ্যপাড়ার মৃত হিম্মত আলীর ছেলে মো. কাউসার (৪২), একই গ্রামের মৃত আবদুল মোতালেব প্রকাশ রবি মিয়ার ছেলে মো. শিপন মিয়া (৩৮) এবং কুমিল্লার বুড়িচং সদর রসুলপুর এলাকার কবির মিয়ার ছেলে মো. পারভেজ (৩০)।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদকবিরোধী বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।