ছবি : সংগৃহীত
আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলকেষ গোপালগঞ্জে ১১ আগস্ট থেকে অস্ত্র বহন ও প্রদর্শনের ওপর ৬ দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ আদেশ লঙ্ঘিত হলে অস্ত্র আইন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (১২ আগস্ট) গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া সফর করবেন। প্রধানমন্ত্রীর এ সফরে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে গোপালগঞ্জ সদর, মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায় ১১ থেকে ১৬ আগস্ট পর্যন্ত অস্ত্রসহ চলাচল, বহন ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এ আদেশ লঙ্ঘিত হলে ১৮৭৮ সালের অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।