জোরপূর্বক বাড়ি দখলের অভিযোগে করা মামলায় প্রধান আসামি প্রিন্সসহ গ্রেফতার হওয়া ১০ আসামি। ছবি।
বাগেরহাটের মংলায় জোর করে দখল করা বাড়ি আড়াই ঘণ্টার মধ্য উদ্ধার করেছে পুলিশ। পরে এ অভিযোগে করা মামলায় প্রধান আসামি সাইফুজ্জামানসহ ১০ জনকে গ্রেফতার করে শ্রীঘরেও পাঠানো হয়।
এ ঘটনায় সাইফুজ্জামান প্রিন্সকে প্রাধান আসামি করে অজ্ঞাতনামাসহ ২৭ জনের বিরুদ্ধে মংলা থানায় মামলা করা হয়।
শনিবার (১২ আগস্ট) রাতে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে এবং পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
জানা যায়, ২০১২ সালে জালিয়া জাহান ডালিয়ার কাছ থেকে জমি কিনে বাস করে আসছিলেন সোহেল শেখ। কিন্ত উপজেলার আমড়াতলা গ্রামের সাইফুজ্জামান প্রিন্স ও টিপু হাওলাদারসহ তাদের লোকজন অন্য এক শরিকের কাছ থেকে একটি ভুয়া দলিলে জমি ক্রয় করে নিজেদের বলে বাড়িটি দাবি করেন।
এর পর থেকে বেশ কয়েকবার সোহেলের বাড়িটি জোরপূর্বক দখল করার চেষ্টা করে আসছেন সাইফুজ্জামান প্রিন্সসহ তার লোকজন। এ ঘটনায় বাগেরহাট আদালতে ২০২০ সালে একটি মামলাও দায়ের করেন সোহেল।
গত শুক্রবার (১১ আগস্ট) সকালে প্রিন্স তার লোকজন নিয়ে বাড়িটি দখল করেন। খবর পেয়ে পুলিশ আড়াই ঘণ্টার মধ্যে বাড়িটি দখলমুক্ত করে।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ সামসুদ্দিন বলেন, শুক্রবার সকালে বাড়িটি দখলের ঘটনায় সোহেল শেখ বাদি হয়ে রাতে ২৭ জনের নামে থানায় মামলা করেন। মামলায় প্রধান আসামি সাইফুজ্জামান প্রিন্সসহ ১০ জনকে আটক করা হয়েছে; বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
বাড়িটির নিরাপত্তার জন্য পুলিশের কঠোর নজরদারিতে রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।