ওপরের বাঁ পাশ থেকে আতহার আলী খান, গৌতম গম্ভীর, রবি শাস্ত্রী এবং নিচে স্কট স্টাইরিস, রাসেল আর্নল্ড ও রমিজ রাজা। ছবি : সংগৃহীত
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৬তম আসর। প্রথমে পাকিস্তানে টুর্নামেন্টটির আয়োজনের কথা থাকলেও ভারতের কারণে সেটি গড়িয়েছে শ্রীলঙ্কা পর্যন্ত। তবে শেষ পর্যন্ত আলোর মুখ দেখছে এই আসরটি সেটি নিয়েই সন্তুষ্ট ক্রিকেট ভক্তরা। এবার এশিয়া কাপে ১২ জন ধারাভাষ্যকার খেলার বিবরণী দর্শকদের মাঝে তুলে ধরবেন।
ধারাবর্ণনার দায়িত্বে দেখা যাবে সাবেক ক্রিকেট কোচ থেকে শুরু করে একসময়ের খ্যাতিমান ক্রিকেটারদের। ১২ জনের এই তালিকায় বাংলাদেশ থেকে ১ জন রয়েছেন। এছাড়া ভারতের ৫ জন, পাকিস্তানের ৪ জন এবং শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের ১ জন করে ধারাভাষ্যকার রয়েছেন।
বাংলাদেশ থেকে থাকবেন জনপ্রিয় ধারাভাষ্যকার এবং সাবেক ক্রিকেটার আতহার আলী খান। ভারত থেকে রয়েছেন দেশটির সাবেক কোচ রবি শাস্ত্রী, সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরসহ আরও অনেকে। এই আসরে নিরপেক্ষ ধারাভাষ্যকর হিসেবে থাকবেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্কট স্টাইরিস।
এবারের এশিয়া কাপে মোট ৬টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। লাল-সবুজের প্রতিনিধিদের গ্রুপসঙ্গী হিসেবে রয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। আর গ্রুপ ‘এ’-তে খেলবে ভারত, পাকিস্তান ও নেপাল। নিজ নিজ গ্রুপে রাউন্ড রবিন লিগে (প্রত্যেক দল একে অপরের সঙ্গে খেলবে) খেলা শেষে দুই গ্রুপের সেরা ৪ দল নিয়ে হবে সুপার ফোর। সেখানেও খেলা হবে রাউন্ড রবিন লিগে। শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল নিয়ে হবে ফাইনাল।
২০২৩ এশিয়া কাপের ধারাভাষ্যের দায়িত্বে রয়েছেন যারা
আতহার আলী খান (বাংলাদেশ), রাসেল আর্নল্ড (শ্রীলংকা), স্কট স্টাইরিস (নিউজিল্যান্ড), রবি শাস্ত্রী (ভারত), সঞ্জয় মাঞ্জরেকর (ভারত), গৌতম গম্ভীর (ভারত), ইরফান পাঠান (ভারত), দীপ দাশগুপ্ত (ভারত), ওয়াসিম আকরাম (পাকিস্তান), ওয়াকার ইউনিস (পাকিস্তান), বাজিদ খান (পাকিস্তান) ও রমিজ রাজা (পাকিস্তান)।