১৩ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনের লোটে হোটেলে পৌঁছেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই। ছবি: রয়টার্স
তাইয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই প্যারাগুয়ে যাওয়ার পথে যুক্তরাষ্ট্রে সংক্ষিপ্ত সফরের তীব্র নিন্দা জানিয়েছে চীন। তাইওয়ানের ভাইস প্রেসিডেন্টের এ সফরের প্রতিবাদ জানিয়ে ‘কঠোর ব্যবস্থা’ নেয়ার অঙ্গীকার করেছে চীন। খবর আল জাজিরার।
তাইওয়ানের ভাইস প্রেসিডেন্টের সফরটিকে স্বাভাবিকভাবে দেখছে না বেইজিং। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় লাইকে একজন বিচ্ছিন্নতাবাদী অ্যাখ্যা দিয়ে চীনা ভূখণ্ডে সংকট তৈরির কারণ উল্লেখ করেছে।
শনিবার (১২ আগস্ট) দেশ ছাড়েন উইলিয়াম। নির্ধারিত ফ্লাইটে লাই নিউইয়র্কে অবতরণের পর রোববার (১৩ আগস্ট) এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,
তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে যেকোনো সফরের কঠোর বিরোধিতা করে বেইজিং। পুরো ঘটনা পর্যবেক্ষণ করা হচ্ছে। সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ় ও জোরালো পদক্ষেপ নেয়া হবে।
নিউইয়র্কে হোটেল পৌঁছানোর সময় লাইয়ের উদ্দেশে পতাকা নেড়ে স্বাগত জানান সমর্থকরা। কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লেখেন, নিউইয়র্কে বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করতে মুখিয়ে আছি।
লাই নিউইয়র্ক থেকে শিগগিরই প্যারাগুয়ে রওনা হবেন। ফেরার পথে বুধবার (১৬ আগস্ট) সান ফ্রানসিসকোয় যাত্রাবিরতি নেবেন তিনি।
তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন ভূখণ্ড বিবেচনা করে বেইজিং। ফলে এখানকার কোনো কর্মকর্তার সঙ্গে মার্কিন প্রতিনিধির সাক্ষাৎকে সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখে দেশটি। যদিও নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে স্বায়ত্তশাসিত দ্বীপটি।