বরিশালের গৌরনদী উপজেলায় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে তার বাসা থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ আগস্ট) উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রাম থেকে গাঁজাসহ আসামিকে গ্রেপ্তার করা হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি দক্ষিণ রামসিদ্ধি গ্রামের মৃত সফিজদ্দিন সরদারের ছেলে জাকির সরদার। তাকে গ্রেপ্তার করার জন্য শনিবার বিকেলে থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) আসাদুল ইসলাম, আমিনুল ইসলাম, হুমায়ুন কবির ও ইমরান নাজির তার বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নিজ ঘরে আত্মগোপন করেন জাকির। পরে অনেক চেষ্টার পর তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ঘর তল্লাশি চালিয়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জাকির সরদারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তাকে রোববার (১৩ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।