নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর ও মহানগর ছাত্রদলের ছয় নেতাকে গ্রেফতার দেখালো ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৩৭ রাউন্ডগুলি উদ্ধারের দাবি করা হয়।
শনিবার (২০ আগস্ট) রাতে ডিএমপির মিডিয়া শাখা থেকে রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করার বিষয়টি জানানো হয়।
গ্রেফতার ছাত্রদলের নেতারা হলেন- জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি হাসানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দীন মোহাম্মদ।
এর আগে, এই ছয় ছাত্রদল নেতা নিখোঁজ ছিলেন বলে বিএনপি ও তাদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। এর প্রায় ২৪ ঘণ্টা পর তাদের গ্রেফতারের খবর পাওয়া গেলো।
এ বিষয়ে রোববার (২১ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন যুগ্ম-পুলিশ কমিশনার (সাইবার আ্যন্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) খোন্দকার নুরুন্নবী।
এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার রাতে এক বিবৃতিতে দাবি করেছিলেন, শুক্রবার সকাল ১১টায় রাজধানীর আজিমপুর নিজ বাসভবন থেকে বের হওয়ার পর জাতীয়তাবাদী ছাত্রদল-ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসানকে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে খোঁজ নেয়ার জন্য তার বাসার সামনে গেলে উল্লেখিত ছাত্রদল নেতাদের সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে যায়।