গোলদাতা আল-আমরির সঙ্গে করিম বেনজেমা। ছবি: টুইটার
সৌদি পেশাদার লিগে উড়ছে করিম বেনজেমা-এনগোলো কান্তের আল-ইত্তিহাদ। নতুন মৌসুমে টানা দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিনও গোলের দেখা পাননি দলের সবচেয়ে দামি তারকা করিম বেনজেমা। দিনের আরেক ম্যাচে নেইমারের দল আল-হিলাল হারাতে পারেনি আল ফেইহাকে।
শনিবার (১৯ আগস্ট) প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে স্বাগতিক আল-ইত্তিহাদ ২-০ গোলে আল-তা’ইকে হারিয়েছে। দ্বিতীয়ার্ধে ইত্তিহাদের পক্ষে গোল দুটি করেন আব্দেররাজাক হামদাল্লাহ ও সালেহ আল-আমরি।
দিনের আরেক খেলায় স্বাগতিক আল-হিলাল ১-১ গোলে ড্র করেছে আল -ফেইহার বিপক্ষে।
তারকায় ভরা আল-ইত্তিহাদের বিপক্ষে যে আল-তা’ই পাত্তাই পাবে না তা অনুমিতই ছিল। বলের দখল থেকে আক্রমণ সবক্ষেত্রেই বড় ব্যবধানে এগিয়ে ছিল বেনজেমা-কান্তেরা। তারপরও প্রথমার্ধে ইত্তিহাদকে ঠেকিয়ে রাখতে সক্ষম হয় তা’ই।
তবে দ্বিতীয়ার্ধে আর শক্তিশালী ইত্তিহাদকে আটকে রাখতে পারেনি আল-তা’ই। ৫৪ মিনিটে ডেডলক ভেঙে দলকে এগিয়ে দেন আগের আব্দেররাজাক হামদাল্লাহ। আগের ম্যাচেও ইত্তিহাদের হয়ে গোলের দেখা পেয়েছিলেন এই সৌদি উইঙ্গার।
গোল পেয়ে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় আল-ইত্তিহাদ। তবে কোনক্রমেই আর গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ফের গোলের দেখা পায় আল-ইত্তিহাদ। এবার গোল করেন সালেহ আল-আমরি।
এই জয়ে ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
এদিকে দিনের আরেক খেলায় ড্র নিয়ে মাঠ ছেড়েছে আল-হিলাল। চলতি মৌসুমে নেইমার, রুবেন নেভেস, ইয়াসিন বুনু, সার্জ মিলানকোভিচ সাভিচকে দলে ভেড়ানো আল-হিলাল ১-১ গোলে ড্র করেছে আল ফেইহার বিপক্ষে। এদিন নেইমার, ম্যালকম ও ইয়াসিন বুনুকে বরণ করে নেয় ক্লাবটি। তবে দলের হয়ে মাঠে নামেননি নেইমার বা বুনু।
ম্যাচের ১৫ মিনিটের মাথায় ফ্যাশন সাকালার গোলে এগিয়ে যায় ফেইহা। তবে ৫ মিনিট পরেই আল-হিলালকে সমতায় ফেরান আব্দুল্লাহ আল-হামদান।
এই ড্রয়ে ২ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে অবস্থান করছে আল-হিলাল।