নামাজের ফাইল ছবি
প্রতিটি মুসলমানের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। কিয়ামতের দিন প্রথম হিসাব নেয়া হবে নামাজের। পাঁচ ওয়াক্ত ফরজ, ওয়াজিব ও সুন্নত নামাজের বাইরেও কিছু নফল নামাজ রয়েছে। যতই ব্যস্ততা থাকুক, ওয়াক্তমতো শুধু ফরজটুকু হলেও পড়ে নিতে হবে।
আজ রোববার (২০ আগস্ট, ২০২৩, ৫ ভাদ্র ১৪৩০ বাংলা, ৩ সফর ১৪৪৫ হিজরি)। ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য ঢাকা ও তার পাশের এলাকার নামাজের সময়সূচি-
জোহর: ১২টা ০৫ মিনিট।
আসর: ৪টা ৩৬ মিনিট।
মাগরিব: ৬টা ৩১ মিনিট।
এশা: ৭টা ৪৭ মিনিট।
ফজর (সোমবার, ২১ আগস্ট): ৪টা ১৭ মিনিট
এদিকে বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে—
সময় বিয়োগ করতে হবে–
চট্টগ্রাম: -০৫ মিনিট।
সিলেট: -০৬ মিনিট।
সময় যোগ করতে হবে–
খুলনা: ০৩ মিনিট।
রাজশাহী: ০৭ মিনিট।
রংপুর: ০৮ মিনিট।
বরিশাল: ০১ মিনিট।