বরণ অনুষ্ঠানে উপস্থিত নেইমার। ছবি: টুইটার
সৌদি ক্লাব আল-হিলালের ইতিহাসের সেরা দিন ছিল এটিই। লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর পর এই প্রজন্মের সেরা ফুটবলার হিসেবে মনে করা হয় নেইমারকে। সেই নেইমারকে দলে ভিড়িয়েছে আল-হিলাল। শনিবার (১৯ আগস্ট) প্রথমবারের মতো ক্লাবের নীল জার্সিতে সমর্থকদের সামনে হাজির করার কথা ছিল। উপলক্ষটা জাঁকজমকে স্মরণীয় করে রাখল সৌদি ক্লাবটি।
ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক নেইমার জুনিয়র চলতি দলবদলে বিস্ময়ের জন্ম দিয়ে যোগ দিয়েছেন সৌদি ক্লাব আল-হিলালে। এতো বড় তারকাকে দলে ভিড়িয়ে উচ্ছ্বসিত ক্লাবটির সমর্থকরা। তাই তো ব্রাজিল তারকাকে এদিন দারুণ জাঁকজমকের সঙ্গেই ক্লাবে বরণ করে নেওয়া হলো। ৩১ বছর বয়সী নেইমারকে শনিবার রাতে আল-হিলালের মাঠ কিং ফাহাদ স্টেডিয়ামে উপস্থিত করা হয়।
নেইমারকে এক নজর দেখতে এদিন কিং ফাহাদ স্টেডিয়াম জনসমুদ্রে পরিণত হয়। ৫০ হাজার দর্শকের সামনে আল-হিলালের নীল জার্সি গায়ে হাজির হন তিনি। রাজকীয় সংবর্ধনা দিয়ে রাজার মতোই নেইমারকে বরণ করে নিয়েছে আল-হিলাল। বর্ণিল আলোকছটায় মোড়ানো স্টেডিয়ামে টানেল ধরে নেইমার যখন হেঁটে মঞ্চে উপস্থিত হন, গোটা স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে।
নেইমারকে বরণ করে নিতে মাঠে আসা দর্শক। ছবি: টুইটার
মঞ্চে উপস্থিত হয়ে নেইমার ক্লাবের সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘একজন হিলালি হিসেবে আমি গর্বিত, চলুন মৌসুমটা উপভোগ করি এবং একসঙ্গে জিতি।’
@neymarjr is Blue 😎💙#AlHilal pic.twitter.com/MFg7Cvv1kw— AlHilal Saudi Club (@Alhilal_EN) August 19, 2023
তবে এদিন শুধু নেইমারকেই নয়, ক্লাবটি বরণ করে নিয়েছে আরও দুই তারকাকে। জেনিত সেন্ট পিটার্সবার্গ থেকে ক্লাবটিতে যোগ দিয়েছেন নেইমারের স্বদেশী ম্যালকম। আর লা লিগার ক্লাব সেভিয়া থেকে এসেছেন মরক্কোকে বিশ্বকাপের সেমিফাইনালে তোলা গোলরক্ষক ইয়াসিন বুনু। এই দুজনকেও এদিন বরণ করে নিয়েছে আল-হিলাল। নেইমারের পর মঞ্চে হাজির হন তারা দুজন।
নেইমারকে দেখতে মাঠে আসা দর্শকরা অবশ্য এদিন ঘরে ফিরেছেন মিশ্র অনুভূতি নিয়ে। নেইমারকে দেখার আনন্দ কিছুটা হলেও ম্লান হয়ে গেছে আল-হিলালের মাঠের পারফরম্যান্সে। আল ফেইয়ার বিপক্ষে লিগের ম্যাচে যে ১-১ গোলে ড্র করেছে নেইমারের নতুন ক্লাব। এদিন নেইমার অবশ্য মাঠে নামেননি।
ম্যাচের ১৫তম মিনিটে আল ফেইয়াকে এগিয়ে দেন ফ্যাশন সাকালা। পাঁচ মিনিট পর এই গোল শোধ করে দেন আল-হিলালের আব্দুল্লাহ আল-হামদান।