রাকুদিয়া, নতুন হাট প্রতিনিধিঃ আজ সকাল ৭ ঘটিকার সময় বাড়ির পিছনের নদির ঘাটে বসে পা পিচলে নদিতে পরে নিখোজ হয়ে যায়। তার পর বাসার সবাই খোজ করার পর পানিতে মিলে দশম শ্রেণির শিক্ষার্থী বারেক তামিদার এর মেয়ে। এর পর ১১ টার দিকে তার মৃতদেহ পাওয়া যায়। ঘটনার স্থলে পুলিশ এসে পরিদর্শন করে গেছেন।