গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল, এমপি মহোদয় ১৭ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ রবিবার ভোলা জেলার দুলারহাট থানার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন। অতঃপর তিনি নবনির্মিত থানা কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এরপর ভোলা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির আসন অলংকৃত করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়। ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম মহোদয়ের সভাপতিত্বে উক্ত সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, মাননীয় সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের মাননীয় ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম মহোদয়; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ উপশাখার যুগ্ম-সচিব জনাব মোহাম্মদ হোসেন মহোদয় এবং ভোলা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব আরিফুজ্জামান মহোদয়।
উক্ত সুধী সমাবেশে ভোলা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ দুলারহাট থানার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।