শিশুর জন্য বিনিয়োগ করি , ভবিষ্যতের বিশ্ব গড়ি। জাতীয় শিশু কিশোর সংগঠনের নেত্রী মনোরমা বসু মাসিমার হাতে গড়া মুকুল মিলন খেলাঘর আসর ২ রা অক্টোবর বিকাল ৪ টায় আদর্শ মাতৃ মন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিমল চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনা করেন মুকুল মিলন খেলাঘর আসরের ছোট্ট বন্ধু প্রজ্ঞা মিত্র খেলাঘর বরিশাল জেলা কমিটির সহ-সভাপতি নিগার সুলতানা হনুফা , সহ-সভাপতি মুকুল মিলন খেলাঘর আসরের মিন্টু কর
সাবেক মুকুল মিলন খেলাঘর আসরের সংগঠক বর্তমান কার্যকরী কমিটির সদস্য এডভোকেট মিনু গাঙ্গুলী,ও খেলাঘর বরিশাল জেলা কমিটির সদস্য আলামিন শাকিল, রিংকু দে ও মিথুন সাহা।
ভাই বোন দের দলীয় সংগীতের মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে একক স সঙ্গীত পরিবেশন করেন সৃষ্টি সরকার, অরুণা যুথি সাহা ,শান্তনা মৈত্র এবং আবৃত্তি করেন মুগ্ধ দাস। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সান্তনা মৈএ । সবশেষে ভাইবোন দের মিষ্টিমুখ করানো হয়।