বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার একটি উপায় আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর সেটা হলো, মহামান্য রাষ্ট্রপতির কাছে সাজা মওকুফ চেয়ে আবেদন। তবে এক্ষেত্রে খালেদা জিয়াকে দোষ স্বীকার করতে হবে বলে জানান আইনমন্ত্রী।
বুধবার (৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথা বলেন আইনমন্ত্রী ।
তিনি আরো বলেন, সাজাপ্রাপ্ত যেকোনো আসামি তার দণ্ড মওকুফের জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারেন। ইতোমধ্যে শীর্ষ সন্ত্রাসী জোসেফ রাষ্ট্রপতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে তিনি বিদেশে গেছেন।