“জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি”
০৬ অক্টোবর ২০২৩ শুক্রবার সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশাল’র আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপপরিচালক, স্থানীয় সরকার, বরিশাল জনাব গৌতম বাড়ৈ মহোদয়ের সভাপতিত্বে উক্ত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের সুযোগ্য জেলা প্রশাসক জনাব শহিদুল ইসলাম মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন জনাব ডাঃ মারিয়া হাসান।
উক্ত র্যালি ও আলোচনা সভায় সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থা (আইসিডিএ)’র কর্মকর্তা ও সহকর্মীগণ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।