নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় ছয় জেলেকে আটক করা হয়। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের আড়াই হাজারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার করার অভিযোগে ছয় জেলেকে আটক করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জাহান কনকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নরসিংদীর মাধবদী এলাকার মুক্তার মাঝি (৩০), সাদ্দাম হোসেন (২৫), আসিফ (১৯), আলী মিয়া (৪০), মো. ছালাউদ্দিন (৩০) ও হাছান (১৮)।
এদিন মেঘনা নদীর বিশনন্দী, টেটিয়া, চৈতনকান্দা ও খাগকান্দা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ২০ হাজার মিটার কারেন্ট জাল ও একটি বড় টুনা জাল এবং ৫ কেজি ইলিশ জব্দ করা হয়। জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানায় হস্তান্তর হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জাহান কনক বলেন, মা ইলিশ সংরক্ষণে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ছয়জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে বেশ কিছু কারেন্ট জাল ও মাছ জব্দ করা হয়েছে। জব্দ করা মাছগুলো এতিমখানায় দেয়া হয়েছে।