বর্তমানে ১ মার্কিন ডলার সমান ৮৩ দশমিক ২৮ রুপি। ছবি: সংগৃহীত
বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার বিক্রি করেও রুপির দরপতন ঠেকাতে পারছে না ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রাটির মান সর্বনিম্ন পর্যায়ে নেমে ঠেকেছে ৮৩ দশমিক ২৮-এ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আরবিআইয়ের রিজার্ভ থেকে মার্কিন ডলার বিক্রি সত্ত্বেও রুপির মান দিনের লেনদেন শেষে দাঁড়িয়েছে ৮৩ দশমিক ২৮।
মূলত ইসরাইল-হামাস সংঘাতে মধ্যপ্রাচ্যের প্রতিবেশি দেশগুলো জড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কায় চাপের মুখে পড়েছে রুপি। মধ্যপ্রাচ্যের দেশগুলোর এই সংঘাতে জড়িয়ে পড়ার উদ্বেগ বিরাজ করছে বিশ্বের জ্বালানি বাজারেও। এতে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে ব্যারেলপ্রতি ৯০ ডলারের উপরে উঠে গেছে।
ভারতের ফরেক্স বিশেষজ্ঞ কে এন দে বলেন,
ইসরাইল-হামাসের মধ্যকার চলমান সংঘাতের প্রভাব পড়েছে মুদ্রাবাজারে। যদি চলমান এই সংকটে অন্যান্য দেশ জড়িয়ে পড়ে আর তা একটি পুর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়, তাহলে তেলের দাম বেড়ে যাবে।
টাইমস অব ইন্ডিয়াকে এই ফরেক্স বিশেষজ্ঞ বলেন, ‘এক সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দুইবার ইসরাইল সফর করেছেন এবং আগামী সপ্তাহে সৌদি আরবে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) জরুরি বৈঠক হচ্ছে। এসব বিষয় থেকে বোঝা যায় যে এখন একটি অস্থির সময় বিরাজ করছে।’
এমন পরিস্থিতিতে আরবিআই বাজারে কতটা হস্তক্ষেপ করে, তার ওপর রুপির মানের ভবিষ্যৎ নির্ভর করবে বলে মন্তব্য করেছেন কে এন দে। তিনি বলেন, ‘আরবিআই রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করে দিলে রুপির আরও দরপতন হবে। এতে ডলারের বিপরীতে রুপির মান ৮৪তে উঠে যেতে পারে।
এর আগে ২০২২ সালের ১৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতি সুদহার বাড়ানোর কারণে ডলারের বিপরীতের রুপির মান প্রথমবারের মতো ৮৩তে উঠে যায়।