ধানমন্ডিতে পূজা উদ্যাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের। ছবি: ভিডিও থেকে নেয়া
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা মন্দিরে হামলা ভাঙচুর করে তাদের কোনো ধর্মীয় মূল্যবোধ নেই। তারা দুর্বৃত্ত, তাদের কোনো দলও নেই।
শুক্রবার (২০ অক্টোবর) ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে পূজা উদ্যাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
কাদের বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুর মতোই অসাম্প্রদায়িক মানসিকতা পোষণ করেন। প্রধানমন্ত্রী হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন উৎসব, পূজা এবং ধর্মীয় কাজে তাদের নিরাপত্তার বিষয়ে খুবই সচেতন।
আগামী নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করেছে বিএনপি নিজেই। এ ব্যবস্থাকে পুর্নবহালেন কোনো সুযোগ আর বাংলাদেশে নেই।
বিএনপির আন্দোলন ও সমাবেশ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১০ ডিসেম্বর বিএনপির যে পরিণতি হয়েছিল ২৮ অক্টোবরও বিএনপির কর্মসূচির সেই পরিণতি হবে।
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ‘মদ ও বলিমুক্ত পূজা চাই’ এমন বক্তব্যকে প্রধানমন্ত্রী উদ্বেগের সঙ্গে দেখছেন বলেও জানান কাদের। এ বিষয়টি প্রমাণিত হলে তার বিরুদ্ধে আওয়ামী লীগ ব্যবস্থা নেবে বলেও জানান দলটির সাধারণ সম্পাদক।