আদালত অবমাননার দায়ে পুলিশের চার সদস্যকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি: টাইমস অব ইন্ডিয়া
ভারতের গুজরাটে পুলিশি হেফাজতে কয়েক মুসলিমের ওপর নির্যাতন চালিয়ে আদালত অবমাননা করায় পুলিশের চার সদস্যকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন গুজরাট হাইকোর্ট।
টাইমস অব ইন্ডিয়া জানায়, পুলিশ সদস্যরা জনসমক্ষে খুঁটির সঙ্গে বেঁধে কয়েক মুসলিমকে অমানুষিক নির্যাতন করে বলে অভিযোগ ওঠে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) আদালত তাদের এ সাজা দেন।
ঘটনাটি ভারতের খেদা জেলার উণ্ডেলা গ্রামের। একটি নাচ-গানের অনুষ্ঠানে পাথর ছোড়ার অভিযোগে এ মুসলিমদের আটক করে পুলিশ। পরে জনসমক্ষে তাদের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করেন পুলিশ সদস্যরা।
এরা হলেন, এসসি বেঞ্চ ইন্সপেক্টর এ ভি পারমার, পিএসআই ডি বি কুমাওয়াত, হেড কস্টেবল কে এল দাভি ও কনস্টেবল রাজু দাভিক। ‘বিচারব্যবস্থায় মানুষের বিশ্বাস রক্ষা’ করতে ব্যর্থতার জন্য এদের দোষী সাব্যস্ত করেছেন আদালত।
আদালত স্পষ্ট করে বলেছেন, পুলিশকে শাস্তি দেয়াই একমাত্র উদ্দেশ্য নয়। বরং পুলিশ সদস্যদের বিচারের আওতায় এনে ‘মানুষের মধ্যে ন্যায়বিচারের বিশ্বাস জাগিয়ে তুলতে’ চায় আদালত।