ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ফাইল ছবি
ইরাকের আইন আল-আসাদ নামক মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে অবস্থিত এই মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। ইরান সমর্থিত ইসলামিক প্রতিরক্ষা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।
এ নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে মার্কিন সেনা ঘাঁটিতে তৃতীয় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগেরদিন বুধবার (১৮ অক্টোবর) ইরাকের আইন আল-আসাদ মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়। এছাড়াও ওইদিনই ইরাকের উত্তরাঞ্চলের আরও একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে।
এদিকে এই হামলার একদিন পর ইরান সমর্থিত একটি ইসলামিক প্রতিরক্ষা গোষ্ঠী গত বুধবার ও বৃহস্পতিবার মার্কিন সামরিক ঘাঁটিতে পরিচালিত হামলার দায় স্বীকার করেছে।
বুধবারের হামলায় সামরিক বাহিনীর কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ড।
ধারণা করা হচ্ছে, ইরাকের মার্কিন ঘাঁটিতে চালানো এই হামলা হামাস ও ইসরাইল সংঘাতের জেরেই হয়েছে। গাজায় চালানো ইসরাইলি হামলার নিন্দা ও গাজার প্রতি একাত্মতা প্রকাশ করে ইরাকের বিভিন্ন প্রদেশে বিক্ষোভ করেছেন দেশটির বাসিন্দারা।