বেঙ্গালুরুতে শুক্রবার (২০ অক্টোবর) ভারত বিশ্বকাপের ১৮তম ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-অস্ট্রেলিয়া। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬৮ রান তাড়ায় নেমে ২৫ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৬৯ রান। ওপেনারদের বিদায়ের পর ক্রিজে এসেছেন দলের দুই ব্যাটিং স্তম্ভ বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
গত ১০ অক্টোবর হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেয়া ৩৪৫ রান তাড়া করে বিশ্বকাপ ইতিহাসে নতুন রেকর্ড গড়েছিল পাকিস্তান। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের দেয়া ৩২৮ রান তাড়া করে যে রেকর্ড এতদিন দখলে রেখেছিল আয়ারল্যান্ড। এবার বাবরদের সামনে নিজেদেরই রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ। বেঙ্গালুরুতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৩৬৭ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। এ রান তাড়া করতে পারলে ১০ দিনের ব্যবধানে আবার নতুন ইতিহাস লিখবে পাকিস্তান।
রান তাড়ায় নেমে দুই ওপেনার ইমাম উল হক ও আব্দুল্লাহ শফিক যেভাবে শুরুটা করেছে, তাতে স্বপ্ন দেখতেই পারে পাকিস্তান। ৬.৩৮ রানরেটে ২১ ওভারের মধ্যে তারা দলকে এনে দেন ১৩৪ রান। ব্যক্তিগত ফিফটির মাইলফলকও স্পর্শ করেন দুজন। তবে এ জুটিকে ১৫০ পেরোতে দেয়নি মার্কাস স্টয়নিস। ২২তম ওভারে আক্রমণে এসে প্রথম বলেই স্টয়নি তুলে নেন শফিকের উইকেট। ৬১ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৪ রান করে ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ২৪তম ওভারে আবার আক্রমণে এসে ইমাম উল হককেও সাজঘরের পথ দেখান স্টয়নিস। ৭১ বলে ১০ চারের মারে ৭০ রান করে মিচেল স্টার্ককে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
এর আগে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ নৈপুণ্যে বড় পুঁজি পায় অস্ট্রেলিয়া। হারিস রউফের শিকার হওয়ার আগে ১৪ চার ও ৯ ছয়ে ১২৪ বলে ১৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার। ১০ চার ও ৯ ছক্কায় ১০৮ বলে ১২১ রান করে মাঠ ছাড়েন মার্শ
শুক্রবার (২০ অক্টোবর) বেঙ্গালুরুর চিন্বাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। নির্ধারিত ওভার শেষে ৩৬৭ রান করেছে কামিন্সের দল। ১৪ চার ও ৯ ছয়ে অজিদের হয়ে ১৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন ডেভিড ওয়ার্নার। ১০ চার ও ৯ ছক্কায় ১০৮ বলে ১২১ রান করে মাঠ ছাড়েন মার্শ।
পাকিস্তানি বোলারদের মধ্যে সবচেয়ে দুর্দান্ত ছিলেন শাহিন আফ্রিদি। ১০ ওভার হাত ঘুরিয়ে ৫৪ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। খরুচে বোলিং করলেও শেষদিকে ৩ উইকেট নিয়েছেন হারিস রউফ। শাদাবের বদলি হিসেবে দলে আসা উসামা মীর নিয়েছেন ১ উইকেট।