দারুণ শুরুর পরও ভারতের বিপক্ষে পুনের ব্যাটিং স্বর্গে বড় সংগ্রহ তুলতে পারেনি বাংলাদেশ। এর পেছনে দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিমের দায় দেখছেন টাইগারদের টেকটিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। ভারতীয় এ কোচের মতে, উইকেটে সেট হওয়ার পর কীভাবে ক্রিজে টিকে থাকতে হয়, ইনিংস বড় করতে হয়, সেটা বিরাট কোহলির ১০৩ রানের অপরাজিত ইনিংস থেকে শেখা উচিত লিটনদের।
গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনেতে প্রথমে ব্যাট করে ২৫৬ রান তুলেছিল বাংলাদেশ। কোহলির সেঞ্চুরি ও শুভমান গিলের ফিফটিতে ৫১ বল হাতে রেখেই সে রান তাড়া করে জয় তুলে নেয় ভারত।
অথচ বাংলাদেশ নিজেদের ইনিংসটা যেভাবে শুরু করেছিল, তাতে সংগ্রহটা ৩০০ রান ছাড়িয়ে যেতে পারতো। পুনের পিচে যে রানটা ছিল আদর্শ। কিন্তু উইকেটে সেট হওয়ার পর ওপেনার তানজিদ সুইপ খেলতে গিয়ে আর লিটন দাস লং অফে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরায় সেটা সম্ভব হয়নি। তাদের সামনে সুযোগ ছিল ফিফটির ইনিংসটাকে সেঞ্চুরিতে রূপান্তরিত করে দলকেও বড় সংগ্রহ এনে দেয়ার। যে কাজটা ঠিকভাবে করেছেন কোহলি।
ভারতীয় ব্যাটারের প্রসঙ্গ টেনে তাই শ্রীরাম বলেন,
তানজিদ এবং লিটন হতাশ করেছে, কারণ তারা ম্যাচটা নিয়ন্ত্রণ করছিল। সেখান থেকে ওভাবে উইকেট হারানো খুব হতাশার। সে (কোহলি) ৭০/৮০ রানে না যাওয়া পর্যন্ত একটা বলও তুলে মারেনি। আমি মনে করি, আমাদের ছেলেরা তার মানসিকতা থেকে শিক্ষা নিতে পারে। বেশি বেশি দৌড়ে রান নাও, গ্যাপ দেখে শট মারো। কোহলি দারুণ পেশাদার ক্রিকেটার।
ভারত বিশ্বকাপে বাংলাদেশ যাত্রা করেছিল বড় স্বপ্ন নিয়ে। আসরটাও শুরু করেছিল জয় দিয়ে। কিন্তু পরের তিন ম্যাচে টাইগারদের পারফরম্যান্স ছিল হতাশার। অবশ্য শ্রীরাম বলছেন, আঘাত সামলে নজর দিতে হবে সামনের ম্যাচে।
শ্রীরাম বলেন,
অবশ্যই হতাশার। বিশ্বকাপ লম্বা টুর্নামেন্ট। এখানে যেকোনো হার আপনাকে আঘাত করবে, এটা সামলে এগিয়ে যেতে হবে। সামনের ম্যাচে ফোকাস করার পথ খুঁজে বের করতে হবে।
বিশ্বকাপ যাত্রায় নিজেদের পঞ্চম ম্যাচে আগামী ২৪ অক্টোবর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে বাংলাদেশ।