নাতি-নাতনি রেখে ৪৫ বছরের সংসার ভাঙল মেরিল স্ট্রিপের
চার দশকের কর্মজীবনে মেরিল স্ট্রিপ অসংখ্য পুরস্কার ও মনোনয়ন লাভ করেছেন। ২১বার অস্কারে মনোনয়ন এবং ৩২বার গোল্ডেন গ্লোবে মনোনয়নের রেকর্ডও তার।
পারিবারিক জীবনে সফল হলেও দীর্ঘ ৪৫ বছরের সংসারে বিচ্ছেদ ঘটল তাদের। গতকাল শুক্রবার (২০ অক্টোবর) স্ট্রিপ ও গামারের এক ঘনিষ্ঠ সূত্র খবরটি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘ডন গামার ও মেরিল স্ট্রিপ ছয় বছরের বেশি সময় ধরে আলাদা থাকছেন। যদিও তাদের পরষ্পরের প্রতি টান রয়েছে, তবে তারা আলাদা থাকাই বেছে নিয়েছেন।’
১৯৭৮ সালে মেরিল স্ট্রিপের প্রথম প্রেমিক জন ক্যাজেল ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। সেই শোকে যখন স্ট্রিপ বিষণ্ণ, তখন তার সঙ্গে পরিচয় ঘটে ডন গামারের। ওই বছরই তারা বিয়ে করেন।
মেরিল ও গামারের চার সন্তান। তারা হলেন- সংগীতশিল্পী হেনরি ওলফে, অভিনেত্রী ম্যামি গামার, গ্রেস গামার ও লুইসা জ্যাকবসন। এছাড়া তাদের পাঁচ নাতি-নাতনিও রয়েছে।
২০১২ সালে ‘দ্য আয়রন লেডি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পান মেরিল স্ট্রিপ। পুরস্কার নেয়ার পর বক্তব্যে তিনি বলেন, ‘প্রথমত আমি ডনকে ধন্যবাদ দিতে চাই। বলতে চাই, ‘তুমি এই জীবনে আমাকে যা দিয়েছ, সবকিছুই আমার কাছে মূল্যবান।’
১৯৪৯ সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে জন্মগ্রহণ করেন মেরিল স্ট্রিপ। সিনেমায় কাজ শুরু করেন ১৯৭৫ সাল থেকে।