ছবি: ক্রিকইনফো
মাত্র কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে প্রথম রূপকথার জন্ম দিয়েছিল নেদারল্যান্ডস। এবার তাদের সামনে লঙ্কান বাধা। সেই বাধা টপকাতে শনিবার (২১ অক্টোবর) মাঠে নেমেছে ডাচরা। লখনৌয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস।
বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নেমেছে নেদারল্যান্ডস-শ্রীলঙ্কা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ী স্কোয়াড থেকে কোনো পরিবর্তন আনেনি নেদারল্যান্ডস। তিন স্পিনারের পাশাপাশি দুই পেসার নিয়ে লখনৌয়ের স্লো উইকেটে মাঠে নেমেছে ডাচরা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়ে নেদারল্যান্ডস নির্ভার থাকলেও চাপের মধ্যেই আছে শ্রীলঙ্কা। বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে একটিতেও জয়ের দেখা পায়নি তারা। বিশ্ব আসরে এখন পর্যন্ত একটি জয় না পাওয়া একমাত্র দলও তারা। তাই ডাচদের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না তারা।
ডাচদের বিপক্ষে দুই পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। লাহিরু কুমারার বদলি হিসেবে দলে এসেছেন কাসুন রাজিথা। দুনিথ ওয়েলেলাগের বদলি হিসেবে এবারের বিশ্বকাপে প্রথমবার মাঠে নামতে যাচ্ছেন দুসান হেমন্ত।
বিশ্বকাপ বাছাইয়ে সর্বশেষ মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস-শ্রীলঙ্কা। সেবারের দুই দেখা দুবারই শেষ হাসি হেসেছিল লঙ্কানরা। তবে সেই দলের থেকে এবারের দলে আছে বেশকিছু পরিবর্তন। ইনজুরির কারণে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক দাসুন শানাকা। দলে নেই তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাই খুব একটা যে এগিয়ে আছে শ্রীলঙ্কা, সেটা বলার সুযোগ নেই।