এবারের বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছেন বিরাট কোহলি। প্রথম তিন ম্যাচের দুটিতেই ফিফটির দেখা পেলেও তিন অঙ্কের দেখা মিলছিল না তারকা এই ব্যাটারের। অবশেষে সেঞ্চুরির দেখা মিলল বাংলাদেশের বিপক্ষে ম্যাচে। তবে সেই সেঞ্চুরির জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও শুনতে হচ্ছে ভারতীয় এই ব্যাটিং সেনসেশনকে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনেতে বাংলাদেশকে সহজেই হারিয়েছে ভারত। ৮.৩ ওভার হাতে রেখে বাংলাদেশের দেয়া ২৫৭ রানের লক্ষ্য পেরিয়ে যায় রোহিত শর্মার দল। তবে প্রথম চার ম্যাচেই দাপুটে জয় পেয়েও এখনও টেবিলের দুইয়ে আছে ভারত। সে কারণে বিরাটের সেঞ্চুরিকেও খানিকটা দোষ দিচ্ছেন ভারতীয় টেস্ট দলের নিয়মিত ক্রিকেটার চেতেশ্বর পূজারা।
বাংলাদেশের বিপক্ষে বিরাটের সেঞ্চুরির জন্য লোকেশ রাহুল এবং ভারতীয় দলকে খানিকটা ত্যাগস্বীকার করতে হয়েছে। কারণ, সেঞ্চুরির জন্য বিরাটের যখন ১৫ রান দরকার, দলেরও তখন প্রয়োজন ১৫ রানই। তাই তার শতকের জন্য শুধু অপেক্ষাই নয়, অনেক হিসাব-নিকাশও কষতে হয়েছে। কোনো কোনো বলে রান নেয়ার সুযোগ থাকলেও নেননি তিনি।
আরও আগে ম্যাচ জেতার সুযোগ থাকলেও সেঞ্চুরির জন্য এমন আচরণ করায় বিরাটের ওপর কিছুটা ক্ষুব্ধ পূজারা। ভারতের একটি ওয়েবসাইটে পুজারা বলেন, ‘কোহলি সেঞ্চুরি করুক সেটা আমিও চাইছিলাম। কিন্তু ম্যাচ তাড়াতাড়ি শেষ করার ব্যাপারটাও মাথায় রাখতে হবে। যে কোনো দলই নেট রান রেট বাকিদের থেকে বেশি রাখতে চায়। যে ম্যাচে আসল লড়াই রান রেটের সঙ্গে, সেখানে পেছন ফিরে তাকানো উচিত নয়। এটা করা উচিত ছিল, ওটা করা উচিত ছিল, এই আক্ষেপ চলবে না।’
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের শেষ ৩০ রান এসেছে কোহলির ব্যাট থেকে। তবে শেষ ২১ বলের ৮টিতে কোনো রানই নেয়নি ভারত। অথচ এর মধ্যে অনেক বলেই রান নেয়ার সুযোগ ছিল বিরাট-রাহুলের। পূজারার মতে, সবার সঙ্গে কথা বলেই হয়তো এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ প্রসঙ্গে পূজারা বলেন, ‘দল হিসেবে দেখলে আগে দলের কথাই মাথায় থাকা উচিত। আমি সেটাই মনে করি। আপনি নিজের মাইলফলক গড়তেই পারেন। কিন্তু দলের মূল্য দিয়ে নয়। খেলোয়াড় হিসেবে আপনার কাছে বিকল্প থাকতেই পারে। তবে কিছু কিছু খেলোয়াড় মনে করে শতরান করলে তারা পরের ম্যাচে খেলতে পারবে। নির্ভর করছে আপনার মানসিকতা কীরকম তার ওপরে।’