বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ফাইল ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, একদফা দাবি আদায়ে মহাসমাবেশ করার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, একদফা দাবি আদায়ের মহাসমাবেশ ঘিরে প্রস্তুতি সভা করেছেন বিএনপির শীর্ষ নেতারা। সকাল থেকে দুপুর পর্যন্ত এ বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির নেতারা উপস্থিত ছিলেন। একইসঙ্গে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও অংশ নেন। এসময় লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি অংশ নেন এ বৈঠকে।
জানা যায়, মহাসমাবেশ সফল করতে বেশ কিছু দিকনির্দেশনা দিয়েছেন তিনি। এছাড়া জনসমাগম বাড়িয়ে বড় ধরনের শোডাউনের প্রস্ততিও নেয়া হচ্ছে বলেও জানা গেছে।
বৈঠক শেষে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, মহাসমবেশের প্রস্তুতি ভালো রয়েছে; এমনকি এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হবে বলেও মনে করছি।
গত ১৮ অক্টোবর নয়াপল্টনে আয়োজিত সমাবেশ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন।
ওই দিন মির্জা ফখরুল ইসলাম বলেন, ২৮ অক্টোবরের মহাসমাবেশের মধ্য দিয়ে মহাযাত্রা শুরু হবে ৷ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না৷ অনেক বাধা আসবে, বিপত্তি আসবে ৷ সব বাধাবিপত্তি উপেক্ষা করে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ছুটে যেতে হবে।