ইসরাইলি বাহিনীর রাতভর হামলায় গাজার ৩০টিরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজায় রাতভর ইসরাইলি বিমান হামলা ৫৫ জন নিহত হয়েছেন। রোববার (২২ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাস।
গাজায় হামাসের প্রেস অফিস এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার (২১) অক্টোবর গাজায় রাতভর ইসরাইলের চালানো হামলায় ৫৫ জন নিহত হয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, গাজায় ইসরাইলি বাহিনীর হামলা জোরদার করার ঘোষণার পর এই হামলা চালানো হয়। এতে ৩০টিরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।
এদিকে গাজার হাসপাতাল সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানায়, রাতভর বিমান হামলায় কমপক্ষে ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, গাজায় রোববার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে হামলা আরও জোরদার করার পরিকল্পনা করছে ইসরাইলি সেনাবাহিনী।
এ ছাড়াও সংবাদ সম্মেলনে হাগারি গাজার বাসিন্দাদের নিরাপত্তার জন্য উত্তর গাজা ছেড়ে দক্ষিণ গাজায় চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
চলতি মাসের ৭ অক্টেবর ইসরাইলে অতর্কিত রকেট হামলা করে হামাস। একই সঙ্গে ইসরাইলের প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে দেশটির ভেতরে ঢুকে পড়ে হামাস যোদ্ধারা। তাদের এ হামলায় ইসরাইলের ১৪০০ মানুষ নিহত হন। আর আহত হন অন্তত চার হাজার। গত ৫০ বছরের ইতিহাসে কোনও হামলায় ইসরাইলের এত মানুষের প্রাণ গেল!
হামাসের এ হামলার প্রতিক্রিয়ায় গাজায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী। ওই হামলার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও হামলা অব্যাহত রেখেছে তারা। এসব হামলায় গাজায় চার হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ১৫ হাজার।