ফাইল ছবি
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বুধবার হোটেলে ফেরার কথা রয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, রাষ্ট্রপতির শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তিনি হাসপাতালের কেবিনে সীমিত আকারে চলাফেরা করছেন। পাশাপাশি চিকিৎসকের পরামর্শে হালকা শরীরচর্চাও করছেন।
বুধবার (১৮ অক্টোবর) সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।
হাসপাতালের বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে সার্জারির পর একদিন তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ডাক্তারের নিবিড় পরিচর্যায় রাখা হয়। শুক্রবার (২০ অক্টোবর) সেখান থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
এদিকে, সিঙ্গাপুরে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আশু আরোগ্য কামনা করেছে সৌদি সরকার ও জনগণ। রাষ্ট্রপতির কাছে পাঠানো এক বার্তায় সৌদি সরকার ও জনগণের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতা কামনা করা হয়।
সোমবার (১৬ অক্টোবর) সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানা। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-৫৮৪ ) তাদের নিয়ে ওইদিন সকাল ৮টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।
আগামী ৩০ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার।