নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ৫৬তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত।
তথ্য সূত্রঃ
BMP MEDIA CELL
আজ ২৯ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৯ টায়
বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার সংযুক্ত প্রশিক্ষণ কেন্দ্র) প্যারেড গ্রাউন্ডে নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ৫৬তম ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন,
সম্মানিত হাইওয়ে পুলিশ প্রধান, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার) মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার) মহোদয়।
এ সময় প্রধান অতিথি মহোদয় বক্তব্য প্রদানকালে নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সম্মানিত রেঞ্জ ডিআইজি বরিশাল জনাব মোঃ জামিল হাসান বিপিএম-সেবা, পিপিএম, অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশাল জনাব আবু আহাম্মদ আল মামুন সহ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও সম্মানিত সাংবাদিক বৃন্দ।