কমিউনিটি পুলিশিং প্লাটফর্মকে কাজে লাগিয়ে বরিশাল মেট্রোপলিটন এলাকাকে স্মার্ট মহানগরী হিসেবে গড়ে তুলবো পুলিশ কমিশনার বিএমপি।
তথ্য সূত্রঃ
BMP MEDIA CELL
বর্ণাঢ্য শোভাযাত্রা, কমিউনিটি সমাবেশ, রক্তদান কর্মসূচি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণীসহ নানান আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বিএমপি কর্তৃক “কমিউনিটি পুলিশিং ডে-২০২৩” উদযাপন।
“পুলিশ-জনতা ঐক্য করি,
স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪ নভেম্বর ২০২৩ খ্রিঃ সকাল ০৯.৩০ টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বিএমপি কর্তৃক “কমিউনিটি পুলিশিং ডে-২০২৩” উদযাপন উপলক্ষে আয়োজিত কমিউনিটি সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়।
অনুষ্ঠানের শুরুতে গত ২৮ অক্টোবর ২০২৩ খ্রিঃ দায়িত্ব পালনরত অবস্থায় বিএনপি নেতাকর্মীদের নির্মম হামলায় নিহত পুলিশ সদস্য মোঃ আমিরুল ইসলামসহ গত একবছরে মৃত পুলিশ ও কমিউনিটি পুলিশিং সদস্যদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ সভায় বক্তব্যের শুরুতেই সভাপতি মহোদয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমন্ত্রিত সবাইকে শুভেচ্ছ