বঙ্গবন্ধু ২য় এশিয়া স্যাম্বো-স্যাম্বো- কোরাশ প্রতিযোগিতা-২০২৩” এ স্বর্ণপদক পেলেন বিএমপি’র কনস্টেবল তমাল চন্দ্র দে।
তথ্য সূত্রঃ
BMP MEDIA CELL
[09 November 2023]
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল /১৫৭৫ তমাল চন্দ্র দে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় মুজিববর্ষ আন্তর্জাতিক রণকলা ক্রীড়া-২০২৩ এর ১ম পর্ব “বঙ্গবন্ধু ২য় এশিয়া স্যাম্বো-স্যাম্বো-কোরাশ প্রতিযোগিতা-২০২৩” এ স্বর্ণপদক পুরষ্কার পেয়েছেন।
গত ০৩ নভেম্বর ২০২৩ খ্রিঃ শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়াম, ঢাকায় Combat SAMBO (Adult) এ 79 Kg Weight Category তে ভারতের খেলোয়াড় গগণ সিং কে হারিয়ে তিনি চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক অর্জন করেন।
মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার মহোদয় তার এ অসাধারণ অর্জনে অভিনন্দন জানান এবং ভবিষতে এ সাফল্যের ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।