অ্যাডিশনাল ডিআইজি ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরালেন বিএমপি কমিশনার।
তথ্য সূত্রঃ
BMP MEDIA CELL
[13 November 2023]
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জনাব মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ আলী আশরাফ ভুঞা বিপিএম (বার) গণের অ্যাডিশনাল ডিআইজি পদে এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব রুনা লায়লা এর পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় আজ সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ খ্রিঃ দুপুর ০২ঃ০০ ঘটিকায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার) মহোদয় তাদের ফুলেল শুভেচ্ছা জানান ও র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এ সময় সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণ এবং তাদের পরিবারের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান এবং দেশ ও জাতির কল্যাণে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ দেশ ও জনগণের কল্যাণে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গিকার ব্যক্ত করেন।