খেলাঘর বরিশাল জেলা কমিটির আয়োজনে আন্তঃ আসর কর্মী ফুটবল টুর্নামেন্ট- ২০২৩ উদ্বোধন ।
অদ্য ১৪ নভেম্বর ২০২৩, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় বর্ণাঢ্য ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে খেলাঘর বরিশাল জেলা কমিটির উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী খান মোতালেব শাহীন স্মৃতি কর্মী ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্ধোধনী অনুষ্ঠান কাউনিয়া মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো. আমিনুল ইসলাম খান, সাবেক সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ,স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব খোন্দকার আনোয়ার হোসেন, পরিচালক (স্থানীয় সরকার)বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশাল। খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি ও খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন খেলাঘর বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক এবং খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য তৌছিক আহমদ রাহাত, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কে,এ,এম শাহীন এর জেষ্ঠ্য কন্যা ও খেলাঘর সদস্যা রু