ছবি সংগৃহীত
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৩ জন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ধলেস্বরী সেতুর মুন্সীগঞ্জ প্রান্তে টোল প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঢাকা থেকে পটুয়াখালীর কুয়াকাটা অভিমুখে যাচ্ছিল ইসলাম পরিবহনের যাত্রীবাহী বাসটি। দুপুর সোয়া ১২টার দিকে ধলেশ্বরী টোলপ্লাজায় হঠাৎ বাসে আগুন ধরে যায়। এ সময় সবাই বাস থেকে নেমে পড়লেও তিনজন দগ্ধ হন। স্থানীয়রা এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠায়। সিরাজদিখান ফায়ার সার্ভিস ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের ধলেশ্বরী টোল প্লাজার সামনে ইসলাম পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে আমাদের দুইটি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।