আদালত চত্বরের পর রাজশাহী নগরে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে আহত হয়েছেন দুজন।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে নগরীর শহীদ কামারুজ্জামান চত্বরে এ ঘটনা ঘটে। পালানোর সময় তিনজনকে হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আহতরা হলেন- অটোরিকশাচালক নগরীর হেতেম খাঁ এলাকার আব্দুল জলিল (৪৫), ও যাত্রী আবুল বাশার। বাশারের বাড়ি মেহেরপুর গাংনী উপজেলায়। তবে আটকদের তাৎক্ষণিক নাম জানাতে পারেনি পুলিশ।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, তিন যুবক মোটরসাইকেলে এসে ককটেল নিক্ষেপ করে। ককটেলটি ব্যাটারিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে অটোরিকশা সামনের কাঁচ ভেঙে যায় ও চালক আহত হন। পথচারীরা তিনজনকে ধরে ফেলে।
ওসি আরও বলেন, আটক যুবকদের পরিচয় জানার চেষ্টা চলছে। তারা কোনো রাজনৈতিক দলের কর্মী কি না তাও জানার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হবে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে একজন আহত হন।