চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন কার্যালয়ের সীমানা প্রাচীরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জেলা নির্বাচন কার্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত সাড়ে ১০টার দিকে নির্বাচন কার্যালয়ের পেছনের সীমানা প্রাচীরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শব্দ পেয়ে গিয়ে দেখি দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। নির্বাচন অফিসের পেছনে কোনো কিছু নেই, শুধু জঙ্গল।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, দুর্বৃত্তরা জেলা নির্বাচন কার্যালয়ের পেছন দিকের সীমানা প্রাচীরে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। জড়িতদের শনাক্ত করতে আমরা অভিযান চালাচ্ছি।