ছবি সংগৃহীত
চট্টগ্রামের একটি আদালতে জামিন না পেয়ে বিচারককে জুতো ছুড়ে মেরেছেন মো. মনির খাঁ মাইকেল (৩১) নামে আসামি।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের সাইবার ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের দিকে পরপর দুটো জুতা ছোড়েন এ আসামি। তবে সেগুলো বিচারকের মাথার ওপর দিয়ে পেছনে চলে যায়।
আসামি মনির খাঁন চট্টগ্রামের নাসিরনগর থানার গোর্কন গ্রামের গোলাপ খাঁর ছেলে।
চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামি মনির কাঠগড়ায় উঠেই গালাগাল শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের আসন লক্ষ্য করে পরপর দুটি জুতা ছুড়ে মারে সে। তবে জুতা বিচারকের গায়ে লাগেনি। জামিন না দেওয়ায় এ ঘটনা ঘটায় মনির। জুতা ছুড়ে মারার ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করবে।
মামলার নথি সূত্রে জানা গেছে, ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে মনির খাঁ ওরফে মাইকেলের বিরুদ্ধে ২০২১ সালের ২২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন থানার এস আই তপু সাহা। অন্য মামলায় আগে থেকে গ্রেফতার হয়ে কারাগারে থাকায় মামলার পরের দিন (২৩ জানুয়ারি) মনিরকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এরপর থেকে কারাগারে আছেন মাইকেল। ২০২১ সালের ২০ জুন ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
এ ঘটনায় চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বলেন, বিচারককে জুড়ো ছুড়ে মারার পর ওই আসামিকে আদালত থেকে ফিরিয়ে আনা হয়। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। বিচারক মহোদয়ের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে মামলা দায়ের করা হবে।