ছবি সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের বাসভবনের পাশে অফিসার্স ক্লাবে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ডিউটি অফিসার সুলতানা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ওসি স্যারসহ থানার সব কর্মকর্তা ঘটনাস্থলে রয়েছেন। তারা থানায় ফিরে এলে বিস্তারিত জানাতে পারব।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মো. ছাইদুল হাসান বলেন, জেলা প্রশাসকের বাসভবনের পাশে অফিসার্স ক্লাবে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।