বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০১:৫০ অপরাহ্ন

ব্রাজিল-আর্জেন্টিনার সূচি নির্ধারণ যুক্তরাষ্ট্রের ১৪ শহরে হবে কোপা আমেরিকা

খেলা ডেস্ক, একুশে বিডি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১১৪ জন নিউজটি পড়েছেন

২০২৪ সালের জমজমাট কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আমেরিকায়। লাতিন আমেরিকার টুর্নামেন্ট হলেও, ২০২৪ সালের আসর আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রকেই আয়োজক হিসেবে বেছে নিয়েছিরো কনমেবল। এবার আয়োজক সংস্থাগুলো মিলে নির্ধারণ করলো টুর্নামেন্টের ভেন্যু এবং সূচি।

যুক্তরাষ্ট্রের মোট ১৪টি ভেন্যুতে এবার অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ানো হয়েছে। লাতিন আমেরিকা ছাড়াও কনকাকাফ (মধ্য ও উত্তর আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চল) থেকে যোগ দেবে মোট ৬টি দল। সব মিলিয়ে মোট ১৬ দলের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এবারের কোপা আমেরিকায়।

লাতিন আমেরিকা, নর্থ আমেরিকা এবং সেন্ট্রাল আমেরিকা ফুটবলের কর্মকর্তারা মিলে সোমবার বৈঠকে বসে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। ২০২৪ সালের ২০ জুন আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে শুরু হবে ২০২৪ কোপা আমেরিকার আসর।

১৪ জুলাই ফ্লোরিডার মিয়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জমজমাট ফাইনাল। সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৯ জুলাই ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়াম এবং ১০ জুলাই চার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে।

জুলাইয়ের ৪ তারিখ থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল। হাউস্টন, আরলিংটন, লাস ভেগাস এবং গ্ল্যান্ডেলে অনুষ্ঠিত হবে কোয়ার্টারের চারটি ম্যাচ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ জুলাই, চার্লটে।

তবে, টুর্নামেন্টে কে কার মুখোমুখি হবে- তা জানান যাবে আগামী বৃহস্পতিবার। ওইদিনই অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ড্র। গত মাসেই কনমেবল এবং কনকাকাফ মিলে জানিয়েছিলো টুর্নামেন্ট শুরু এবং শেষের তারিখ। একই সঙ্গে উদ্বোধন এবং সমাপন তথা ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে- তাও গত মাসে জানানো হয়েছিলো।

সোমবার বৈঠকের পর এক বিবৃতির মাধ্যমে বিস্তারিত জানানো হয়। সেখানেই ১৪টি স্টেডিয়ামে যে টুর্নামেন্টটি আয়োজন করা হবে, সে সম্পর্কেও বলা হয়। কনকাকাফ প্রেসিডেন্ট ভিক্টর মন্টাগ্লিয়ানি বলেন, ‘যে ভেন্যুগুলো নির্ধারণ করা হয়েছে, এগুলো সবই বিশ্বমানের। এখানে বসে খেলা দেখাও পছন্দ করেন দর্শক-সমর্থকরা।’

বিশ্বকাপ এবং কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা মাঠে নামবে উদ্বোধনী ম্যাচে। তারা রয়েছে ‘এ’ গ্রুপে। আটলান্টার উদ্বোধনী ম্যাচে তাদের মুখোমুখি হবে ‘এ’ থাকা চার নম্বর দলটি। মেসিদের পরের ম্যাচ ২৫ জুন আর্লিংটনের ইস্ট রাদারফোর্ডে, মেটলাইফ স্টেডিয়ামে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামবে গ্রুপে থাকা দ্বিতীয় দলটির বিপক্ষে, ২৯ জুন। ফ্লোরিডার মিয়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে।

ব্রাজিল পড়েছে ‘ডি’ গ্রুপে। ২৪ জুলাই প্রথম মাঠে নামবে লাতিন আমেরিকান জায়ান্টরা। প্রথম ম্যাচে গ্রুপের চার নম্বর দলের মুখোমুখি হবে তারা ইংলেউডের সো ফি স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ ২৮ জুন, লাস ভেগাসে অ্যালেজিয়ান্ট স্টেডিয়াম এবং ২ জুলাই সান্তা ক্লারার লেভিস স্টেডিয়ামে।

মেক্সিকো রয়েছে ‘বি’ গ্রুপে এবং আয়োজক যুক্তরাষ্ট্র রয়েছে ‘সি’ গ্রুপে। মোট ১৬টি দলকে এই চারগ্রুপে ভাগ করা হবে। এরই মধ্যে প্রতিটি গ্রুপের শীর্ষ দল নির্ধারণ করা হয়েছে। বাকি ১২টি দলকে আগামী বৃহস্পতিবার ড্র’য়ের মাধ্যমে ভাগ করে দেয়া হবে।

একুশে বিডি ডটকম এর জন্য সারাদেশে সংবাদ দাতা নিয়োগ চলছে
যোগাযোগঃ- 01773411136,01778927878 ekusheybd2021@gmail.com

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

Salat Times

    Dhaka, Bangladesh
    Thursday, 9th January, 2025
    SalatTime
    Fajr5:23 AM
    Sunrise6:42 AM
    Zuhr12:06 PM
    Asr3:08 PM
    Magrib5:29 PM
    Isha6:49 PM
© All rights reserved © 2019 ekusheybd.com
Theme Customized BY mrhostbd.com
themesba-lates1749691102