সাংবাদিকগণের সাথে সদ্য যোগদানকৃত বিএমপি কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
তথ্য সূত্রঃ
BMP MEDIA CELL
[15 December 23]
আজ ১৫ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ বেলা ১৬:০০ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে সদ্য যোগদানকৃত বিএমপি কমিশনার জনাব জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম মহোদয়ের সাথে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই মাননীয় পুলিশ কমিশনার মহোদয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল বীর শহীদদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, পুলিশি সেবাকে সহজতর উপায়ে জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে
আমরা গণমুখী পুলিশিং বাস্তবায়নে বদ্ধপরিকর। শিশু ও নারীবান্ধব পুলিশিং এর ক্ষেত্রে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। বরিশালকে একটি নিরাপদ নগর হিসেবে গড়ে তুলতে আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। সেবা প্রাপ্তির ক্ষেত্রে থানা হবে জনগণের নির্ভরতার ও আস্থার জায়গা। পুলিশ হবে নগরবাসীর বিশ্বস্ত সহযোগী।
এছাড়াও তিনি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সংশ্লিষ্ট সকল বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করে